জুমবাংলা ডেস্ক : সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে নববধূকে গণধর্ষণের ঘটনায় আদালতের জারি করা রুলের বিষয়ে আগামীকাল বুধবার (২ জুন) রায় ঘোষণা করা হবে। এদিন আদালতের একটি দ্বৈত বেঞ্চে এ বিষয়ে রায় ঘোষণা হবে। গত বছরের ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনা ঘটে। স্বামীর সঙ্গে এক নববধূ ঘুরতে এসে ধর্ষণের শিকার হয়। পরে পুলিশ ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওসিসিতে তিনদিন চিকিৎসা নেয়ার পর বাড়ি ফিরেন ওই নববধূ। পরে ওই রাতেই গৃহবধূর স্বামী বাদী হয়ে ছয় ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে মহানগরের শাহপরান থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। পরে র্যাব-৯ ৪ জনকে গ্রেপ্তার করে। এছাড়া সিলেট জেলা পুলিশ ২ জনকে, সুনামগঞ্জ ও হবিগঞ্জ পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে। এরপর ৮ আসামিকে পর্যায়ক্রমে পাঁচদিন করে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। রিমান্ড শেষ হলে অভিযুক্তরা ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে অভিযুক্তদের মধ্যে প্রধান আসামি সাইফুর, তারেক, রনি ও অর্জুন গৃহবধূকে ধর্ষণের কথা স্বীকার করেন। রবিউল ও মাহফুজুর ধর্ষণে সহায়তার কথা স্বীকার করেন। এছাড়া সন্দেহভাজন আসামি মিসবাউর রাজন ও আইনুলও জবানবন্দি দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।