স্পোর্টস ডেস্ক : দুয়ারে কড়া নাড়ছে এশিয়া কাপ ক্রিকেট খেলা। আর মাত্র দুদিন পর শুরু অর্থাৎ ২৭ আগস্ট শুরু হচ্ছে ‘এশিয়া কাপ ক্রিকেট-২০২২’। আর এই আসরটি অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
এবারের এশিয়া কাপ খেলা সরাসরি দেখা যাবে যেসব চ্যানেলে, সেগুলো হলো: বাংলাদেশ থেকে নাগরিক টিভি, জিটিভি, বিটিভি। ভারত, নেপাল, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান থেকে স্টার স্পোর্টস, ডিডি ন্যাশনাল (ডিডি ১) ও ডিডি স্পোর্টস। যুক্তরাজ্য থেকে দেখা যাবে স্কাই স্পোর্টস ক্রিকেট এবং অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে ফক্স স্পোর্টস দক্ষিণ চ্যানেলে।
প্রসঙ্গত, এশিয়া কাপের অন্য আসরগুলো ওডিআই ফরমেটে হলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ আয়োজন করা হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে। এবার এশিয়া কাপে খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের গ্রুপ পর্ব এবং কোয়াফায়ার থেকে চ্যাম্পিয়ন হওয়া হংকং। এই ৬টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রত্যেকে প্রত্যেক দলের সঙ্গে খেলবে। এর এক গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। অন্য গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও হংকং। পয়েন্ট বিবেচনায় দুটি গ্রুপ থেকে দু’টি করে চারটি দল খেলবে সেমিফাইনালে। এরপর যে চারদল জয়ী হবে, তারা খেলবে দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে প্রত্যেক দল প্রত্যেক দলের বিরুদ্ধে খেলবে। এরপর পয়েন্ট বিবেচনায় শীর্ষ দুটি খেলবে ফাইনালে।
একনজরে এশিয়া কাপ ২০২২ সময়সূচি
প্রথম ম্যাচ
শনিবার ২৭ অগাস্ট, ২০২২ শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান দুবাই রাত ৮টা
দ্বিতীয় ম্যাচ
রবিবার ২৮ অগাস্ট ভারত বনাম পাকিস্তান দুবাই রাত ৮টা
তৃতীয় ম্যাচ
মঙ্গলবার ৩০ অগাস্ট বাংলাদেশ বনাম আফগানিস্তান শারজাহ রাত ৮টা
চতুর্থ ম্যাচ
বুধবার ৩১ আগস্ট ভারত বনাম হংকং রাত ৮টা
পঞ্চম ম্যাচ
বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলংকা দুবাই রাত ৮টা
ষষ্ঠ ম্যাচ
শুক্রবার ২ সেপ্টেম্বর হংকং বনাম পাকিস্তান শারজাহ রাত ৮টা
সপ্তম ম্যাচ
শনিবার ৩ সেপ্টেম্বর বি১ বনাম বি২ শারজাহ রাত ৮টা
অষ্টম ম্যাচ
রবিবার ৪ সেপ্টেম্বর এ১ বনাম এ২ সুপার ৪ দুবাইরাত ৮টা
নবম ম্যাচ
মঙ্গলবার ৬ সেপ্টেম্বর এ১ বনাম বি২ সুপার ৪ দুবাই রাত ৮টা
দশম ম্যাচ
বুধাবার ৭ সেপ্টেম্বর এ২ বনাম বি২ সুপার ৪ দুবাই রাত ৮টা
একাদশ ম্যাচ
বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর এ১ বনাম বি২ সুপার ৪ দুবাই রাত ৮টা
দ্বাদশ ম্যাচ
শুক্রবার ৯ সেপ্টেম্বর বি১ বনাম এ২ সুপার ৪দুবাই রাত ৮টা
ত্রয়োদশ ফাইনাল
রবিবার ১১ সেপ্টেম্বর ফাইনাল দুবাই রাত ৮টা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।