স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরে ইনজুরির কারণে খেলতে পারেননি রোহিত শর্মা। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই সুস্থ হয়ে উঠেছেন হিটম্যান। ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের জন্য বুধবার রাতে স্কোয়াড ঘোষণা করেছে ভারত। সেখানে রোহিতকেই রাখা হয়েছে ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক।

এছাড়া প্রথমবারের মতো ভারতীয় দলে ডাক পেয়েছেন তরুণ স্পিনার রবি বিষ্ণুই। দুই ফরম্যাটের দলেই জায়গা পেয়েছেন তিনি। তবে এই দুই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামিকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে।
ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, দীপক হোদা, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই, মোহাম্মদ সিরাজ, প্রসিদ কৃষ্ণ ও আভেশ খান।
টি-টোয়েন্টি স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্য কুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণুই, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আভেশ খান ও হার্শাল প্যাটেল।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel