জুমবাংলা ডেস্ক : কক্সবাজারে পৃথক এলাকায় পাহাড় ধসে নারী ও শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৬টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের শিকদার বাজার ও এবিসি ঘোলা এলাকায় এ ঘটনা দুটি ঘটে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে পাহাড় ধসে মৃত নারী ও শিশুর মরদেহ নিতে কক্সবাজার সদর হাসপাতালে অপেক্ষায় স্বজনরা।
মৃতরা হলেন: পৌরসভার ৭নং ওয়ার্ডের শিশু নাজমুল হাসান (সাড়ে ৫) ও এবিসি ঘোলা এলাকার জমিলা আক্তার (৩০)।
জানা যায়, ভোরে পাহাড় ধসে ওই শিশু ও নারীর ওপর পড়ে। এরপর মাটি সরিয়ে তাদের উদ্ধার করে স্থানীয়রা কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে নারী ও শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মরদেহ হাসপাতাল মগে রাখা হয়েছে।
প.র.কী.য়া করতে গিয়ে গণ.ধো.লাই খাওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিস্কার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।