খাদ্যের খোঁজে কচুখেতে ঢুকে ধরা পড়ল সজারু

জুমবাংলা ডেস্ক : ‌‌ময়মনসিংহের গৌরীপুরে বিরল প্রজাতির সজারু ধরেছে এলাকাবাসী। শনিবার (৮ আক্টোবর) দুপুরে উপজেলার সহনাটি ইউনিয়নের গিধাউষা গ্রামের একটি কচুখেত থেকে সজারুটি ধরে আটকে রাখা হয়। এই বিরল প্রজাতির নিরীহ প্রাণীটি কচুখেতে ঢুকে খাবার সন্ধান করছিল।

জানা গেছে, সহনাটি ইউনিয়নের গিধাউষা গ্রামের বাসিন্দা সিরাজ মিয়া বাড়ির পাশে কচুখেত রয়েছে। সজারুটি ওই কচুখেতে ঢুকে কচু খাচ্ছিল। কচুখেতে সজারুর উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী কৌশলে সজারুটি আটক করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হলে তিনি বন বিভাগের লোকজন ঘটনাস্থলে পাঠিয়ে সজারুটি উদ্ধার করেন।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, সজারু নিরীহ প্রজাতির বিরল প্রাণী। এই প্রাণীটিকে প্রাথমিক সেবা দিয়ে পরবর্তীতে এটিকে যেকোনো অভয়ারণ্যে ছাড়ার ব্যবস্থা নেবেন বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা।