স্পোর্টস ডেস্ক: কঠোর লকডাউন দিলে সরকারি নির্দেশনামাফিক বন্ধ হতে পারে দেশের সব ক্রীড়া ইভেন্ট, জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এদিকে সোমবার (২৮ জুন) থেকে বন্ধ করা হয়েছে দেশের সব বিকেএসপির কার্যক্রম।
দীর্ঘদিন পর জমে উঠেছিল ফুটবলপাড়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের খেলাও শুরু হয়েছিল। নারী ফুটবল লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মাঠে গড়াচ্ছিল নিয়মিত। কিন্তু হঠাৎ কঠোর লকডাউন ঘোষণায় শঙ্কার মধ্যে পড়ে গেল পুরো ক্রীড়াঙ্গন।
ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হয়েছে। ক্রিকেটাররা যে যার গন্তব্যে পৌঁছতে পারবে সোমবারের আগে। ফেডারেশনগুলোতে অ্যাথলিটরা ছিল প্রশিক্ষণের মাঝে। হঠাৎ সিদ্ধান্তে সব পরিকল্পনা গেছে ভেস্তে। প্রজ্ঞাপন জারি হলে, সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের সব ক্রীড়া ইভেন্ট বন্ধ করতে হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
এদিকে লকডাউনের ইঙ্গিত পাওয়ার সঙ্গে সঙ্গেই সোমবার থেকে দেশের সব বিকেএসপির কার্যক্রম বন্ধ করা হয়েছে। রবিবার নাগাদ সবাই যে যার হল ছাড়বে। জানান বিকেএসপি মহাপরিচালক।
এদিকে বাতাসে গুঞ্জন প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর চাওয়ায় লকডাউনেও মাঠে থাকবে বিপিএল। তবে সব খেলাই হবে ঢাকায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



