জুমবাংলা ডেস্ক : বাংলা একাডেমি পুরষ্কার, একুশে পদক ও স্বাধীনতা পদক পাওয়া কবি নির্মলেন্দু গুণ হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছেন। অবস্থা দেখে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরেণ চক্রবর্তীর পরামর্শে কবিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (সিসিইউ) এ রাখা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে। নির্মলেন্দু গুণের বর্তমান শারীরিক অবস্থা তেমন ভালো নয় বলেও জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ। তিনি বলেন, নির্মলেন্দু গুণ দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার চিকিৎসার বিষয়ে সবার নজর দেওয়া জরুরি। প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার দাবিও জানান তিনি। ল্যাবএইড হাসপাতালের মিডিয়া ও বিপণন কর্মকর্তা মেহের খুদা দীপ জানান, বুধবার রাতে কবি নির্মলেন্দু গুণকে হাসপাতালে নিয়ে আসা হয়। গায়ে জ্বর নিয়ে তিনি হাসপাতালে আসেন, হৃদরোগের সমস্যাও আছে, ভীষণ দুর্বলও ছিলেন। পরে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বরেণ চক্রবর্তীর পরামর্শে তাকে সিসিইউতে ভর্তি করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।