স্পোর্টস ডেস্ক: আগামী মাসের শুরুতে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এ দুই সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেসি)।
![](https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2022/07/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%89%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1-1.jpg?resize=788%2C492&ssl=1)
ক্যারিবীয় সফরে দলে ফেরানো হয়েছে বিশ্রামে থাকা কিউই তারকা ক্রিকেটারদের। কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, টিম সাউদি, টম লাথাম, ম্যাট হেনরিরা ফিরেছেন নিউজিল্যান্ড স্কোয়াডে।
আগামী ১০ আগস্ট থেকে শুরু হবে নিউজিল্যান্ড ও উইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচই হবে জ্যামাইকায়। এরপর ১৮ আগস্ট থেকে বার্বাডোজে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
একনজরে কিউই স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।