Advertisement
স্পোর্টস ডেস্ক: অধিনায়ক দিমুথ করুনারত্নের সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে লড়ছে স্বাগতিক শ্রীলংকা। চতুর্থ দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ১০৪ ওভারে ৩ উইকেটে ৩৩১ রান করেছে লংকানরা। এখনো ২১০ রানে পিছিয়ে শ্রীলংকা। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪১ রান করেছিলো বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১৬৩ ও অধিনায়ক মোমিনুল হক ১২৭ রান করেন।
তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ২২৯ রান করেছিলো শ্রীলংকা। করুনারত্নে ৮৫ ও ধনাঞ্জয়া ডি সিলভা ২৬ রানে অপরাজিত ছিলেন।
আজ প্রথম সেশনে টেস্ট ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি তুলে নেন করুনারত্নে। ২৯০ বলে ১৪টি চারে ১৩৯ রানে অপরাজিত আছেন তিনি। তার সাথে ৭৪ রানে ব্যাট করছেন ধনাঞ্জয়া। ১৩৭ বল খেলে ৯টি চার মারেন ধনাঞ্জয়া।
বাংলাদেশের তাসকিন আহমেদ-মেহেদি হাসান মিরাজ-তাইজুল ইসলাম ১টি করে উইকেট নেন। সূত্র: বাসস
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel