জুমবাংলা ডেস্ক : নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে করোনা আক্রান্তদের সহায়তায় অক্সিজেন সরবরাহ জন্য অক্সিজেন ব্যাংক ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্ধোধন করা হয়েছে। আজ শনিবার বিকালে জেলা শহরে ফকিরপুরে এ অক্সিজেন ব্যাংক ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্ধোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান।
নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে এবং জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ভিপি জসিম উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, সহ সভাপতি গিয়াস উদ্দিন সেলিম, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যা বাহার হিরন, নোয়াখালী পৌর বিএনপির সভাপতি আবু নাসের, সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যা রাসেল, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, জেলা কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা শাহনাজ বেগম ভিপি শাহানা ও জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু ও সাধারণ সম্পাদক আবু হাসান নোমান প্রমুখ নেতৃবৃন্দ।
উদ্ধোধনী অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, মানবিক চেতনায় উদ্ধুদ্ধ হয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের করোনা আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে। করোনাকে পুঁজি করে সরকারের লুটপাট আরো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ নয় এ সরকারের পতনের মধ্য দিয়েই গণতন্ত্রের বিজয় সূচিত হবে। আকাশে মেঘের ঘনঘটা দেখে ভয় পাবার কিছু নয় মেঘের মধ্যে আলোর বিচ্ছুরণ দেখতে পাচ্ছি। আগামীদিনের সকাল মানেই নতুন সূর্যোদয়।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্যসেবা কমিটিতে সকল অঙ্গ সংগঠনের প্রতিনিধি নির্ধারণ করা হয়। ভ্যাকসিন রেজিস্ট্রেশনের জন্য সেল গঠনের সিদ্বান্ত গ্রহণ করা হয় এবং সেবা কেন্দ্রে ৫০টি অক্সিজেন সিলিন্ডার সংরক্ষিত রাখা হয়। অক্সিজেন পেতে ভিপি জসীম উদ্দীন, নোয়াখালী জেলা বিএনপি স্বাস্থ্যবিষয়ক সম্পাদক (০১৭১১-০১১৮৯০)-এর নম্বরে যোগাযোগ করে অক্সিজেন সেবকাসহ সব ধরনের স্বাস্থ্যসেবা পাওয়া যাবে বলে জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


