জুমবাংলা ডেস্ক: দক্ষিণ কোরিয়ার মডেল অনুসরণ করে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করার জন্য সারা দেশের বিভিন্ন স্থানে বুথ স্থাপন করা হচ্ছে।
সোমবার দেশের বিভিন্ন স্থানে মোট ৪৪টি বুথ স্থাপন করা হয়েছে।
যাদের করোনাভাইরাসের নানা উপসর্গ রয়েছে, তারা এসে এসব বুথে পরীক্ষার জন্য নমুনা দিতে পারবেন। স্বাস্থ্য বিধি মেনে কর্মকর্তারা এখানে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাবেন।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকায় ৮টি, নারায়ণগঞ্জে ৮টি মিলিয়ে সর্বমোট ৪৪টি বুথ চালু করা হয়েছে।
পর্যায়ক্রমে সারা দেশে ৩২০টি বুথ স্থাপন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।