আন্তর্জাতিক ডেস্ক : করোনাকালে শহরের রাস্তায় ঘুরছে বাঘ। তবে সেই বাঘ কাউকে আঘাত করছে না। আপন মনে হেলে দুলে চলছে। পেছন থেকে তিন জন ছুটে গিয়ে বেধে ফেললেন বাঘটিকে। তবুও কাউকে আঘাত করেনি সে।
সম্প্রতি মেক্সিকোর জালিস্কোতে এক ব্যস্ত সড়কে এ ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
ওই ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি সংযুক্ত করে গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বাঘটিকে যখন হেল দুলে চলছিল তখন পিছন পিছন রশি নিয়ে দৌড়চ্ছিল তিন জন।
কিছুক্ষণের মধ্যে তারা বাঘের কাছে গিয়ে তাকে ঘিরে ফেলেন। কিন্তু বাঘটি তাদের উপর ঝাঁপিয়ে পড়েনি। এরপর এক ব্যক্তি দড়ি ছুড়ে বাঁধলেন বাঘটিকে।সামাজিকমাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভিডিওটি কয়েক দিনেই লক্ষাধিকবার দেখা হয়েছে। ভিডিও দেখে বিস্মিত নেটিজেনরা।
বাঘটি শহরের চিড়িয়াখানার খাঁচা থেকে পালিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। ঘটনার দৃশ্য ধারণ করে এক মোটরসাইকেল আরোহী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।