Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে কমপক্ষে ১৩ জন নিহত হওয়ার পর সেনাবাহিনী শনিবার দেশের তৃতীয় বৃহত্তম ক্যালী শহরের নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করেছে।
শুক্রবার সংঘর্ষের পরে রাস্তাগুলো পুরোপুরি নির্জন হয়ে পড়ে। পরে সশস্ত্র বেসামরিক নাগরিকের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নেয়। দেশটিতে দু’মাস ধরে প্রেসিডেন্ট ইভান ডুকে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে।
২২ লাখ জনগোষ্ঠীর শহর ক্যালীতে ব্যারিকেড এবং ধ্বংসস্তুপ বিশৃঙ্খলার প্রমাণ বহন করছে। দেশ জুড়ে দারিদ্র্য ও মহামারী ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।
কর্মকর্তারা বলছেন, প্রতিবাদের মাসে সংঘর্ষে ক্যালী শহরে ১৩ জনসহ কমপক্ষে ৫৯ জন মানুষ মারা গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২ হাজার ৩০০ এরও বেশি বেসামরিক লোক ও ইউনিফর্ম পরিহিত নিরাপত্তা কর্মী এতে আহত হয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।