আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক কলেজছাত্রীর গোপন মুহূর্তের ছবি। মানসিকভাবে বিপর্যস্ত ওই ছাত্রী এখন দারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহের হরিশচন্দ্রপুরের ওই ঘটনায় অভিযুক্ত দুই যুবক এখন পলাতক। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ’র প্রতিবেদনে জানানো হয়, হরিশচন্দ্রপুরের বাসিন্দা ও কলা বিভাগের ওই ছাত্রীর অভিযোগ, বন্ধুত্বের সুযোগ নিয়ে হরিশচন্দ্রপুর বাজার এলাকার এক যুবক তার মোবাইল ছিনিয়ে নেন। পরে তার একান্ত গোপনীয় কিছু ছবি নিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। একই সঙ্গে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য চাপ দিতে শুরু করেন।
তরুণীর আরও অভিযোগ, সম্পর্ক স্থাপন করতে অস্বীকার করায় অন্য এক যুবকের সঙ্গে মিলে সেইসব একান্ত গোপনীয় ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেয় ওই যুবক। কিছুদিনের মধ্যেই সেই খবর তার কাছে আসতে থাকে। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ওই তরুণী।
মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, হরিশ্চন্দ্রপুর থানায় ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। দ্রুত অভিযুক্তকে ধরা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ওই ছবি মুছে দেওয়ার ও ব্যবস্থা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।