নাবিউর রহমান (চয়ন) সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কাজিপুরে নবনির্মিত বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউট এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল দশটায় বঙ্গভবন থেকে এই প্রতিষ্ঠানসহ মোট ছয়টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ভার্চুয়ালি উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠানে ভার্চুয়লি বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি।
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধিনে কাজিপুরে ৫ একর জায়গায় মরহুম মোহাম্মদ নাসিমের প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছে। গত শিক্ষাবছর থেকে এই ইনিস্টিটিউটে শিক্ষা কার্যক্রম চলছে। উদ্বোধন উপলক্ষে আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউটের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে অংশ নেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার গোলাম নূর, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাস্টার, কাজিপুর পৌরসভার মেয়র আবদুল হান্নান তালুকদার, প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।