কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেই নতুন যে বিশ্বরেকর্ডের সামনে আর্জেন্টিনা

বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচের চাহিদা সবচেয়ে বেশি

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৫ ম্যাচে অপরাজিত লিওনেল মেসির আর্জেন্টিনা। আসন্ন কাতার বিশ্বকাপে রেকর্ড গড়ার সামনে আলবিসেলেস্তারা। সেখানে প্রথম ম্যাচেই বিশ্বরেকর্ডের হাতছানি দিচ্ছে লিওনেল স্কালোনির অধীনে ২০১৯ সাল থেকে কোনো ম্যাচ না হারা আর্জেন্টিনা।
বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচের চাহিদা সবচেয়ে বেশি
বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পরাজয় এড়ালেই টানা অপরাজিত থাকার বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর মেক্সিকোর বিপক্ষেও ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ইতালিকে টপকে এককভাবে এই রেকর্ডের মালিক হবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার সমান ৩৫ ম্যাচ অপরাজিত থাকার নজির রয়েছে আলজেরিয়া, স্পেন ও ব্রাজিল। এর আগে, আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি ইতালির। আলবিসেলেস্তেদের সামনে আজ্জুরিদের রেকর্ড টিকে থাকে কিনা, সেটাই এবার দেখার পালা।

আর্জেন্টিনার হয়ে সেঞ্চুরির রেকর্ড গড়লেন মেসি