স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। চূড়ান্ত দল ২৬ জনের হলেও এখনো একজনের নাম ঘোষণা করেননি কোচ দিদিয়ের দেশম। আগামী ১৪ নভেম্বরের মধ্যে বাকি একজনের নাম ঘোষণা করতে হবে ফ্রান্সকে।
দিদিয়ের দেশমের দলে জায়গা করে নিয়েছে করিম বেনজিমা, কিলিয়ান এমবাপ্পে, জিরুড, ভারানের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা।
২০১৪ সালের পর আবারো বিশ্বকাপে বেনজিমা। প্রথমবার বিশ্বকাপের মঞ্চ মাতাবেন কামাভিঙ্গা ও চুয়োমানি। আনগালো কন্তে ও পল পগবার অভাব পূরণে করতে পারেন রিয়াল মাদ্রিদে খেলা এই দুই মিডফিল্ডার।
ফ্রান্স দল:
গোলকিপার: হুগো লরিস, মানদানা ও আরিওলা
রক্ষণভাগ: থিও হের্নান্দেস, লুকা হের্নান্দেস, জুল কুন্দে, বেঞ্জামিন পাভার্ড, কিম্পেম্বে, ইব্রাহিম কোনাতে, সালিবা, উপামেকানো ও রাফায়েল ভারানে।
মধ্যমাঠ: অঁরেলিয়ো চুয়োমানি, এদুয়ার্দো কামাভিঙ্গা,আন্দ্রে রাবিওত, মাতেও গুয়েন্দৌজি, জর্দান ভেরেতৌত ও ফোফানা।
আক্রমণভাগ: আন্তনি গ্রিজমান, করিম বেনজিমা, ওলিভার জিরুড, কিলিয়ান এমবাপ্পে, ক্রিস্তোফার এনকুনকো, কিংসলে কোমান ও উসমান দেম্বেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।