নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় দুই ছাত্রদল নেতাকে তুলে নিয়ে বেদম মারধরের অভিযোগ উঠেছে। রাজনৈতিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বর্তমানে আহত দুই নেতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন শাহরিয়ার হাসান সিয়াম (২৩) সিংহশ্রী ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এবং তামিম আহমেদ (২৩) একই ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক। তারা দুজনেই উপজেলার হাড়িয়াদী গ্রামের বাসিন্দা।
লিখিত অভিযোগে সিয়াম জানান, গত ১৩ অক্টোবর রাতে কুড়িয়াদী খেয়াঘাট বাজার এলাকায় অবস্থানকালে স্থানীয় কয়েকজন তাদের ওপর আকস্মিক হামলা চালায়। দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তারা কিল-ঘুষি ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পেটায়। এ সময় হামলাকারীরা ডাব চুরির মিথ্যা অভিযোগ তুলে গালিগালাজ করে এবং তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এতে সিয়াম ও তার এক সহযোদ্ধা গুরুতর আহত হন।
পরদিন সকালে একই দলের সদস্যরা মোটরসাইকেলে এসে সিয়াম ও তামিমকে জোরপূর্বক তুলে নিয়ে কুড়িয়াদী খেয়াঘাট এলাকার এক পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে তাদের ওপর পুনরায় বেধড়ক মারধর করা হয়।
অভিযোগ রয়েছে, শফিকুল ইসলাম বাহাদুর নামের এক ব্যক্তি লোহার হাতুড়ি দিয়ে সিয়ামের মাথায় আঘাত করেন, আর আল-আমিন নামে আরেকজন লোহার রড দিয়ে তামিমের পায়ে আঘাত করলে তা ভেঙে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শাহরিয়ার হাসান সিয়াম অভিযোগ করে বলেন, “আমাদের রাজনৈতিক পরিচয়ের কারণেই প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। এখনো আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।”
অন্যদিকে অভিযুক্ত শামীম দাবি করেন, “সব অভিযোগ মিথ্যা। তারা ডাব চুরি করতে গিয়ে গণপিটুনিতে আহত হয়েছে।”
সিংহশ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি শাখাওয়াত হোসেন ভূঁইয়া মানসুর বলেন, “বিষয়টি শুনেছি। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আহতরা আমাদের ছাত্রদলের কর্মী।”
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।