আন্তর্জাতিক ডেস্ক : ২৪ বছরের জেল খাটছেন এক ব্যক্তি। ৯ বছর ধরে জেলের ভেতরেই আছেন তিনি। জেলের ভেতরে থেকেই খুলেছেন ভুয়া ব্যাংক একাউন্ট, কিনেছেন গাড়ি, স্ত্রীর একাউন্টে টাকাও পাঠিয়েছেন। এমনকি জেলের ভেতরে থেকেই চুরি করেছেন সাড়ে আট কোটি টাকা। ব্যক্তির নাম গুইসেন আরো। অভিনব এই চুরির ঘটনা ঘটেছে নাইজেরিয়ায়। কারাগারে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার মধ্যে থেকেও কীভাবে এত বড় অঙ্কের অর্থ চুরি করলেন আরোকে, সেটি নিয়ে রীতিমতো বিস্মিত গোটা নাইজেরিয়া। এ ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে দেশটির গোয়েন্দা সংস্থা।
নাইজেরিয়ার ইকোনমিক অ্যান্ড ফিন্যান্সিয়াল ক্রাইমস কমিশন (ইএফসিসি) মঙ্গলবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, এরই মধ্যে গোয়েন্দাদের কাছে এই জালিয়াতিসংক্রান্ত সব তথ্য পাঠানো হয়েছে। কারাগারের এমন উচ্চ নিরাপত্তার ভেতরে থেকেও কীভাবে এই কাজ করলেন আরোকে, সেটি তাদের কাছেও রহস্য হয়ে আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


