নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে ছাহিদা-গিয়াসউদ্দিন ফাউন্ডেশন ট্রাষ্টের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের হাতে ২০০ পিস KN95 মাস্ক ও একটি থার্মাল স্ক্যানার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেলে ট্রাষ্টের পক্ষে কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলী-আল-রাফু অমিত এ সুরক্ষা সামগ্রী তুলে দেন।
ছাত্রলীগ নেতা অমিত জানান, ছাহিদা-গিয়াসউদ্দিন ফাউন্ডেশন ট্রাষ্টের প্রতিষ্ঠাতা নাঈম আহমেদ দীর্ঘদিন যাবৎ আমেরিকায় আছেন। তিনি বিভিন্ন সময় দেশের প্রাকৃতিক নানা দূর্যোগে নিজ এলাকার জন্য নিবেদিত প্রাণ। শত ব্যস্ততায় তিনি তার নিজ জন্মভূমির কথা ভূলে যাননি। তাই তিনি বিভিন্ন সময় স্থানীয় অসহায় ও দুঃস্থ মানুষের সহযোগীতায় এগিয়ে আসেন।
ট্রাষ্টি নাঈম আহমেদ জানান, চলতি বছরে মা ও বাবার নামের এই ট্রাষ্ট প্রতিষ্ঠা করেন। তবে আমেরিকায় ছাহিদা-গিয়াসউদ্দিন ফাউন্ডেশন ট্রাষ্ট প্রতিষ্ঠা করলেও খুব দ্রুতই নিজ জন্মভূমি বাংলাদেশের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় এর প্রধান কার্যালয় করা হবে। আর তারই অংশ হিসেবে বিক্ষিপ্তভাবে জনকল্যাণমূলক কিছু কাজ করা হচ্ছে।
তিনি আরো জানান, কালীগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা দেশের এই করোনা মহামারীতে নিজ জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছে। তাছাড়া উপজেলা প্রশাসনের সাথে জন সম্পৃক্ততা বেশি। তাই স্থানীয় প্রশাসনের লোকজন ভালো থাকলে সাধারণ জনসাধারণও ভালো থাকবে। এ কারণেই প্রশাসনের হাতে কিছু সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। পর্যায় ক্রমে অন্য দপ্তরগুলোতেও দেওয়া হবে এই সুরক্ষা সামগ্রী।
ইউএনও মো. শিবলী সাদিক জানান, আসলে তিনি প্রকৃতপক্ষেই একজন দেশ প্রমিক। লক্ষ যোজন দূরের দেশ আমেরিকা, বর্তমানে সেখানেও করোনা পরিস্থিতি ভয়াবহ। কিন্তু তারপরও সেই পরিস্থিতিতে তিনি দেশের কথা, দেশের মানুষের কথা ভাবছেন।
উল্লেখ্য, এর আগেও ছাহিদা-গিয়াসউদ্দিন ফাউন্ডেশন ট্রাষ্টের পক্ষে তিনি দেশের করোনা পরিস্থিতিতে স্থানীয় মানুষের জন্য খাদ্য সহযোগীতা পাঠিয়েছেন করেছেন। এছাড়াও বিভিন্নভাবে স্থানীয় মসজিদ-মাদ্রাসার উন্নয়নে ভূমিকা রাখছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।