জুমবাংলা ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (০৫ আগস্ট) কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কালীগঞ্জ উপজেলা, পুলিশ, পৌর প্রশাসন ও উপজেলা প্রেস ক্লাবের গণমাধ্যমকর্মীবৃন্দ। এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও (ভারপ্রাপ্ত) উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে শেখ কামালের জীবনী নিয়ে স্মৃতিচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস.এম রবীন হোসেন, থানার অফিসার ইনচার্জ মো. ফায়েজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইউনুফ হাবীব।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম শোভন। এ সময় কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ উপজেলার বিভিন্ন সফতর প্রধানগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মোশারফ হোসেন।
এছাড়াও শহীদের রুহের মাগফেরাত কামনা করে উপজেলার সকল মসজিদ, মন্দির, গীর্জায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।