নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও তনিমা আফ্রাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম, বর্তমান সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো. আলী হোসেন, পৌর বিএনপির সভাপতি মোহামাদ হোসেন আরমান, সাধারণ সম্পাদক ইব্রাহীম প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন মোল্লা, পৌর সাবেক কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন মোমেন প্রমূখ।
মত বিনিময় সভায় কালীগঞ্জের মাদক, কিশোর অপরাধ, শিক্ষা সমস্যা সহ নানা সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
ইউএনও তনিমা আফ্রাদ বলেন, আমি সরকারের একজন কর্মকর্তা হিসেবে এ উপজেলায় যোগদান করেছি। কালীগঞ্জের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে যথা সম্ভব পদক্ষেপ গ্রহণ করব। এ জন্য সকলের সহযোগীতা কামনা করছি।
এ সময় উপজেলা উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।