নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে বিলের পানিতে ডুবে রিয়াজ উদ্দিন (৪০) নামে সাইফ এগ্রো এন্ড ডেইরি ফার্মের এক কর্মীর মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) বিকেলে বক্তারপুর ইউনিয়নর ফুলদী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান ফারুক আখন্দ।
নিহত রিয়াজ উদ্দিন জামালপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। সে সাইফ এগ্রো এন্ড ডেইরি ফার্মে কর্মী হিসেবে কাজ করতো।
কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান ফারুক আখন্দ বলেন, বিকেলে রিয়াজ উদ্দিন ফুলদী গ্রামে অবস্থিত সাইফ এগ্রো এন্ড ডেইরি ফার্মের পার্শ্ববর্তী একটি বিলের পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়। এর কিছুক্ষণ পর তার দেহ পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে সহকর্মীরা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে সাইফ এগ্রো এন্ড ডেইরি ফার্মে কর্মী হিসেবে কাজ করতো।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ দাশ বলেন, রোববার (২৮ জুন) সন্ধ্যা ছয়টার দিকে রিয়াজ উদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। রিয়াজ পানিতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে বলে নিহতের স্বজনরা জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।