নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে শহীদ রমিজ উদ্দিন সমাজ কল্যাণ সংঘের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের বিরতুল গ্রামে সংঘের কার্যালয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসকে না বলি”এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। এতে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি মনির উদ্দিন মোল্লা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দল নেতা ও শহীদ রমিজ উদ্দিন সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা নজরুল ইসলাম মোল্লা, স্থানীয় বিএনপি নেতা সোলাইমান সরকার, সিরাজ মিয়া, মোবারক হোসেন শাওন, রহিম সরকার, ওবায়দুর রহমান আকন্দ, রুকুন উদ্দিন মোল্লা, মজিবুর রহমান, হুমায়ুন সরকার, জাকির হোসেন মোল্লা প্রমুখ। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
আলোচনায় বক্তারা সমাজে নৈতিকতা, সুশাসন এবং যুবসমাজকে মাদক ও সন্ত্রাসের পথ থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.