কালীগঞ্জে ২ লক্ষাধীক টাকা অর্থদন্ড ও একজনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইদিনের ৭টি মামলায় ২ লক্ষ ৪ হাজার ২০০ টাকা জরিমানা ও একজনকে কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার পানজোরা এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া এ দান্ডাদেশ প্রদান করেন। এর আগে রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের একই বিচারক উজেলার তুমলিয়া এলাকায় অভিযান চালান।

Kaligonj-Gazipur-Mobile Court

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালাত। এ সময় বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় দুটি মামলায় ২ জনকে ১ লক্ষ টাকা করে ২ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালাতের বিচারক। এদিকে, রোববার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের একই বিচারক উপজেলার তুমলিয়া এলাকায় অভিযান চালান। এ সময় সড়ক পরিবহন আইনে ৪টি মামলায় চারজনকে ১ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় একজনকে ২০০ টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারা প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতের অভিযানকালে বেঞ্চ সহকারীর আল আমিন ও মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কালীগঞ্জে বড়দিনে আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থীর শুভেচ্ছা বিনিময়