নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুররের কালীগঞ্জে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্ণভিত্তিক (সরিষা-বোরো-পতিত) বাস্তবায়িত প্রদর্শনী উপলক্ষে কালীগঞ্জ পৌর ব্লক ঘোনাপাড়া এলাকায় এ মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারাজানা তাসলিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান।
উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আখতারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আশীষ কুমার কর, কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহিদ হাসান, উপজেলার জামালপুর ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কালীগঞ্জ পৌরসভা ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. ছরোয়ার জাহান হিরো প্রমুখ।
এ সময় স্থানীয় কৃষক-কৃষাণী, গণমাধ্যমকর্মী, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।