নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুররে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার–২ এর বন্দি ঢাকার পিলখানা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি শেখ আশরাফ আলীর (৬৯) মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার–২ এর জেলার বাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। শেখ আশরাফ আলীর বাড়ি নড়াইলের নড়াগাতী থানার দুলালগাতী এলাকায়।
লার বাহারুল ইসলাম জানান, শেখ আশরাফ আলী সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে কারাগারের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হতে থাকলে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বেলা ১২টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই কর্মকর্তা আরও জানান, শেখ আশরাফ আলী ঢাকার পিলখানায় হত্যা মামলায় যাবজ্জজীবন সাজাপ্রাপ্ত কয়েদি। তার বিরুদ্ধে আরও একটি মামলা বিচারাধীন রয়েছে। তিনি ২০১৬ সালের ২৫ মার্চ থেকে এ কারাগারে বন্দি ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।