আন্তর্জাতিক ডেস্ক : ভারত শাসিত কাশ্মীরে স্বাধীনতাকামীদের হামলায় কমপক্ষে তিন সেনার মৃত্যু হয়েছে। তারা আধা সামরিক বাহিনী সিআরপিএফ সদস্য।
সোমবার জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলার হান্দওড়ায় এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হন আরও সাত জওয়ান।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, সোমবার সিআরপিএফ-এর টহল দলের ওপর হামলা চালায় ‘জঙ্গিরা’। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে তারা। পাল্টা জবাব দেয় সিআরপিএফও।
দুই পক্ষের বন্দুকযুদ্ধে কমপক্ষে তিন জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও সাতজন।
শেষ খবর পাওয়া পর্যন্ত অতিরিক্ত বাহিনী এসে গোটা এলাকা ঘিরে ফেলেছে। এখনো লড়াই চলছে।
একদিন আগেই সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে হান্দওয়াড়া। জঙ্গি গতিবিধির খবর পেয়ে শনিবার অভিযানে নামে সেনা-পুলিশের যৌথ বাহিনী।
ওই অভিযানে নিহত হন নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য। নিহতদের মধ্যে সেনাবাহিনীর একজন কর্নেল ও একজন মেজর রয়েছেন। প্রাণ হারান দুই সেনা সদস্য এবং জম্মু-কাশ্মীর পুলিশের এক পুলিশ কর্মকর্তাও। অভিযানে দুই স্বাধীনতাকামী যোদ্ধাও নিহত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।