জুমবাংলা ডেস্ক : গ্রেপ্তারি পরয়ানা জারি হয়েছে নায়িকা পরীমণির বিরুদ্ধে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একইসঙ্গে তাদের বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দেওয়া হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ আসামি পক্ষের সময় আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন চলছে, টাঙ্গাইলের অনুষ্ঠানে যেতে না পারা নিয়ে শনিবার পরীমণি যে পোস্ট দিয়েছেন, তার সঙ্গে দ্রুত এই গ্রেপ্তারি পরোয়ানার যোগসূত্র আছে। এবার নিজেই সেই বিষয়ে মুখ খুলেছেন পরীমণি। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে পরী জানিয়েছেন, যে যা মন চায় করুক। কোনো কিছুতে সমস্যা মনে হলে তিনি কথা বলবেনই।
পরী বলেন, ‘কিছু হলেই জেলে পাঠাবে, তাহলে তো দেশের কেউ কথাই বলবে না। সবাই বোবা হয়ে থাকবে? আমৃত্যু আমি অন্যায় দেখলে কথা বলব, যা আছে কপালে।’
গ্রেপ্তারি পরোয়ানার খবরে পরীমনি চিন্তিত না জানিয়ে বলেন, পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের সবাই অনবরত ফোন করছে, খোঁজখবর নিতে। এটা তো আমার জন্য বাড়তি একটা যন্ত্রণা। বিব্রতকরও। উটকো ঝামেলার মতো।
তিনি বলেন, আমি আইনিভাবে মোকাবিলা করব। জামিনের জন্য আবেদন করবেন আমার আইনজীবী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।