কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে আজ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ পালন করা হয়েছে।
সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের স্থানীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাচ ধারণ ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করে উপজেলা যুবলীগ। দুপুরে স্থানীয় যুবলীগ কার্যালয় হতে একটি শোক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, বড়ভিটা ইউনিয়ন যুবলীগের আহবায়ক জগলুল হায়দার, পুটিমারী ইউনিয়ন যুবলীগের আহŸায়ক মেহেদী হাসান শাহিন, নিতাই ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাবুল হোসেন, বাহাগিলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল মজিদ, কিশোরগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহবায়ক মিনহাজুল ইসলাম, গাড়াগ্রাম ইউনিয়ন যুবলীগের আহবায়ক আলতোমাস, মাগুড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক নুর আলম ঝন্টু প্রমুখ।
পরে জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।