Advertisement
  
  
জুমবাংলা ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের সদস্যদের যৌন হয়রানির শিকার হয়েছে এক কিশোরী (১৫)। বৃহস্পতিবার রাতে আগানগর ইউনিয়নের নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ওই কিশোরী বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে।
সূত্র জানায়, হয়রানির শিকার কিশোরী নাগরমহল রোডে একটি গার্মেন্টে চাকরি করে। কাজ শেষে বৃহস্পতিবার বাসায় ফিরছিল। পথিমধ্যে আগে থেকে ওৎ পেতে থাকা কিশোর গ্যাংয়ের সদস্য আল ইসলাম তার দুই বন্ধুকে নিয়ে কিশোরীকে হয়রানি করে। এসময় ওই কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই সুজিত দাস জানান, হয়রানির শিকার কিশোরী থানায় এসে একটি অভিযোগ করার পর ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



