রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার একটি কিশোর গ্যাং গ্রুপের প্রধান আশিককে আবারও গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১০ আগস্ট) রাতে এক অভিযানে যৌথ বাহিনীর হাতে তিনি গ্রেপ্তার হন।
জানা গেছে, আশিকের বিরুদ্ধে, হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এর আগেও বেশ কয়েকবার তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু জামিন পেয়ে আবার একই কর্মকাণ্ড শুরু করে আশিক। হয়ে ওঠে আগের চেয়েও বেপরোয়া।
পল্লবী-মিরপুরের অলিগলি জুড়ে দীর্ঘদিন ধরে ত্রাস ছড়িয়ে আসছে এই গ্রুপ। এলাকাবাসীর অভিযোগ—এসব কিশোর অপরাধীর ভয়ে তারা শঙ্কিত।
আশিকের গ্রেপ্তারে এলাকায় আপাত স্বস্তি ফিরলেও সবার মনে একই প্রশ্ন—এই স্বস্তি কতদিনের?
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে রাজধানীর মিরপুর অঞ্চলে ভয়ংকর হয়ে উঠেছে কিশোর গ্যাং। পাড়া-মহল্লায় এই অপরাধী চক্রের তাণ্ডবে স্থানীয় সাধারণ মানুষকে দিন কাটাতে হচ্ছে আতঙ্কের মধ্যে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।