জুমবাংলা ডেস্ক: বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কুমিল্লার লালমাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। আজ সকাল ১০ টায় কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা অডিটোরিয়ামের হলরুমে ৪৮ জন প্রশিক্ষণার্থী ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণে অংশ নেয় ।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ বাসসকে জানান, বেকারত্ব দূরীকরণে দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে আগ্রহী যুবদের নিয়ে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। এতে ৪৮ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, ক্যাব’র সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ মাসুদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



