জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামে গর্ভবতী মা ও শিশুদের বিনামূল্যে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় ওষুধ ও পুষ্টিকর খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সদর উপজেলার কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজ এবং ফুলবাড়ী উপজেলার ডিগ্রি কলেজ চত্বরে এই কার্যক্রমের আওতায় ২০০ জন গর্ভবতী ও ১০০ শিশুকে এই সেবা দেয়া হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুরের ৬৬ পদাতিক ডিভিশন এই কার্যক্রমের আয়োজন করে।
বুধবার (১৭ জুন) সকালে কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৩০ বাংলাদেশ ইনফেন্ট্রি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. হেদায়েতুল ইসলাম।
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সেবা নিতে আসা গর্ভবতী মা ও শিশুদের সেবা দেন গাইনি বিশেষজ্ঞ লে. কর্নেল জিনিয়া ইসলাম, শিশু বিশেষজ্ঞ মেজর মো. ইয়াছিন, মেডিকেল অফিসার মেজর জেনিফার বিনতে ইয়াসিন ও মেজর আবু কাউসার রিমন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্যাপ্টেন মিজান উর রশীদ।
এ প্রসঙ্গে ৩০ বাংলাদেশ ইনফেন্ট্রি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. হেদায়েতুল ইসলাম জানান, সেবা গ্রহীতাদের প্রত্যেককে একটি করে হেলথ কার্ড দেয়া হয়েছে। চিকিৎসা এবং পরামর্শ দেয়া হয়েছে তা এই কার্ড উল্লেখ রয়েছে। এতে পরবর্তী চিকিৎসা নেয়া সহজ হবে তিনি আরও জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান কার্যক্রমের পাশাপাশি মানবিক সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।