মহিউদ্দিন, ঢাকা কলেজ প্রতিনিধি: দিনের দ্বিপ্রহর পেরিয়েছে কিন্তু তা বুঝার উপায় নেই কুয়াশার চাদরে মোড়ানো ঢাকা কলেজ ক্যাম্পাসে। শীতের সকাল মানে এখানে এক অন্যরকম অনুভূতি। বেলা বাড়ার সাথে সাথে ক্যাম্পাস আঙ্গিনায় ভোরের পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে। কোমল ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দুগুলো মুক্তার দানার মতো ঝলমল করে। গাছের পাতা থেকে শিশির ঝরে পড়ার টুপটাপ শব্দ আর কাকের ডাক আন্দোলিত করে পুরো ক্যাম্পাস। যান্ত্রিক এই শহরে এ যেন সবুজ শ্যামল গ্রাম বাংলার শীতের সকালের স্বাদ নেওয়ার মতো।
শিল্প ও নগরায়নের যুগে ইট-পাথরের ঘেরা ঢাকার যান্ত্রিক জীবনে কখন শীত আসে যায় শহরবাসী খুব একটা টের পায় না। তবে রাজধানীর বুকে এ দেশের প্রাচীনতম বিদ্যাপীঠ আঠারো একরের ঢাকা কলেজ ক্যাম্পাসে শীতের আমেজ এসেছে। বাংলাদেশের এই কোলাহলপূর্ণ ও জনবসতিপূর্ণ নগরীর বুকে ঢাকা কলেজ যেন এক কোলাহলমুক্ত প্রাকৃতিক পরিবেশ। আর শীত যেন এই ক্যাম্পাসের সৌন্দর্য আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে।
বেলা বাড়ার সাথে সাথে গাছের ফাঁক গলে শিশির ভেজা ঘাসের উপর সূর্যের শীতল উত্তাপহীন কিরণ এসে পড়ে। তখন শিশির ও কুয়াশাকে কাটিয়ে তুলে। ঢাকার দূষিত নগরীর মধ্যে এখানে প্রাণভরে শ্বাস নেওয়া যায় অনায়াসে। ক্যাম্পাসে রয়েছে নানা ধরনের গাছগাছালি, বিস্তীর্ণ মাঠ, পুকুর, বিজয় চত্বর, সেগুন চত্বর, বকুল চত্বর, শহীদ মিনার সহ সৌন্দর্য্যপূর্ণ স্থান। মাঝে মাঝে হুট করে এক গাছ থেকে আরেক গাছের ডালে লাফালাফি করে মুক্ত বানর। গাছের ডালে ও মাঠে উত্তাপহীন দুপুরে কাকের সমাবেশ অন্য মাত্রা যোগ করে। রোদেলা সংক্ষিপ্ত দুপুর গড়িয়ে মাঘের হাড়-কাপানো উত্তরের হাওয়ায় বিকালে “ভুট্টোর” দোকানে গরম গরম ছোলা, পিয়াজু, চপসহ নানা রকমের ভোজপুরী খায় ছাত্ররা। গোধূলি লগ্নে রাজ্জাক মামার টঙ্গের ধোঁয়া উঠা চায়ে যেন খোশগল্পই শেষ হয় না অাবাসিক ছাত্রদের। দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো, কলেজের গেইটের সামনে থেকে ভাপা পিঠা খেয়ে পিঠাপুলীর স্বাদ নেয় তারা ।
অনার্স তৃতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থী পলাশ জুমবাংলাকে বলেন, ‘ঢাকার বুকে কুয়াশা মাখা সকাল পাওয়া ভাগ্যের ব্যাপার। দীর্ঘদিন পর কুয়াশাচ্ছন্ন ভোর দেখে ভালো লাগছে। ক্যাম্পাসে শীতের আগমন মানে ভিন্ন রকমের আমেজ। এই শহরের বুকে গ্রামীণ অনুভুতি পাওয়া যায়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।