মাঝে মাঝেই মনে হয় মানুষটি হয়ত আপনাকে পছন্দ করে। কিন্তু কিছু আচরণ দেখে মনে হবে, মানুষটি মুখে না বললেও আপনাকে আসলে দুচোখে দেখতে পারে না। কেউ আপনাকে ভীষণ অপছন্দ করছে কিন্তু আপনি জানেন না, এমন হলে ব্যাপারটি আপনার জন্য ভালো নয়। অনেক সময় আমরা অনেকের বিষয়েই ঠিক নিশ্চিত হতে পারিনা।
আর এসময় এ নিয়ে নিজের সঙ্গেই চলে এক ধরনের দ্বন্দ্ব। মনে খটকা লেগেই থাকে। মাঝে মাঝেই মনে হয় মানুষটি হয়ত আমাকে পছন্দ করে কিন্তু কিছু আচরণ দেখে প্রশ্ন এসে যায় মনে। চলুন জেনে নেওয়া যাক এমন বেশ কিছু আচরণ সম্পর্কে যা বুঝিয়ে দিতে পারে যে মানুষটি মুখে না বললেও আপনাকে আসলে দুচোখে দেখতে পারে না।
জীবনের বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ধরনের পরিস্থিতির স্বীকার হই। এমনকি মাঝে মাঝে আবেগী হয়ে উঠি কিংবা দুঃখ পাই। এই ধরনের মূহুর্তগুলোতে আমরা সবাই চাই কাউকে পাশে পেতে। তবে সবাইকেই এইসব মূহুর্তে পাশে পাবেন না। যাঁরা আপনাকে কাছের মানুষ ভাবে তাঁরাই কেবলমাত্র এই সময়গুলোকে পাশে থাকার চেষ্টা করেন। আর আলোচ্য মানুষটি যদি কখনোই এমন সময়ে আপনাকে আর আপনার আবেগগুলোকে মূল্য না দেন, তবে ধরে নিতে হবে আপনি তাঁর পছন্দের তালিকায় নেই।
যাঁরা আপনাকে পছন্দ করেন, তাঁরা সব সময় চেষ্টা করেন যে কোনো সামাজিক অনুষ্ঠানে আপনাকেও কাছে পেতে। জন্মদিন, বিয়ে কিংবা কোনো কিছু উদযাপন করতে সবাই অবশ্যই নিজের কাছের মানুষদেরকে ডাকতে চান। কারণ এই সময়গুলোতে মানুষ আপনজনদের সঙ্গে নিজেদের আনন্দ ভাগ করে নেয়। কিন্তু কেউ যদি কখনোই এমন কোনো আয়োজনে আপনাকে না ডাকেন তবে বুঝতে হবে তিনি আপনাকে পছন্দ করেন না।
কারো সঙ্গে নিজে থেকে কথা বলতে যাওয়া খারাপ কোনো ব্যাপার নয়। বরং এটি আপনার বিনয়কেই প্রকাশ করে। কিন্তু ব্যাপারটি সবসময় একপাক্ষিক হয়ে থাকল ভিন্ন বিষয়। যদি আলোচ্য ব্যক্তি কখনোই নিজ থেকে আপনার কোনো খোঁজ না নেন কিংবা কথা বলতে আগ্রহ প্রকাশ না করেন, তবে বুঝে নিতে হবে এই মানুষটি আপনাকে পছন্দ করেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।