জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক থেকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন তিন কর্মকর্তা।
তারা হলেন- মতিঝিল অফিসের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আওলাদ হোসেন চৌধুরী, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট-এর মহাব্যবস্থাপক মো. সুলতান মাসুদ আহমেদ ও গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক মোসা. নাহিদা বেগম।
বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সুলতান মাসুদ আহমেদ, আওলাদ হোসেন চৌধুরী ও নাহিদা বেগম ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন।
চাকরি জীবনে তিন কর্মকর্তা দেশ-বিদেশে প্রশিক্ষণ ও উচ্চতর ডিগ্রি নিয়েছেন। প্রধান কার্যালয় ছাড়াও তারা দেশের বিভিন্নস্থানে বাংলাদেশ ব্যাংকের অফিসে দায়িত্ব পালন করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


