কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে শামসুল হক (৭৮), স্বর্ণা (১৯), তারেক (২৯) ও নাম-পরিচয় অজ্ঞাত এক তরুণ (২৬) ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনায় মারা গেছেন নয়ন এবং খাইরুল। নয়নের চাচাতো ভাই সজীব জানান, নয়ন কেরানীগঞ্জের সোনাকান্দা গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ফেরার পথে আহত হন। পরে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নয়ন সৌদি আরবপ্রবাসী ছিলেন। নয়নের বাবার নাম আনু মিয়া।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল। নিহত খাইরুলের বাবার নাম মো. ইউনুস। আহত শামসুল হক কেরানীগঞ্জের কামার্তা গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। আহত স্বর্ণা পিরোজপুর জেলার স্বরূপকাঠির দিলবাড়ি গ্রামের বাসিন্দা, তার বাবার নাম মো. সিবরুল হোসেন।
দূর্ঘটনায় আহত অন্য দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও ঠিকানা জানা যায়নি। স্থানীয়রা আহতদের হাসপাতালে নেওয়ার সময় সহযোগিতা করেন। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।