Advertisement
জুমবাংলা ডেস্ক : কোবরা সাপের বিষ সহ ৩ জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (১৩ মে) রাতে ডবলমুরিং থানাধীন ডিটি রোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের সঙ্গে থাকা একটি কাঁচের জার ভর্তি সাপের বিষ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. ইসমাইল, মো. জয়নাল আবেদীন ও রুপন চাকমা।
পুলিশ জানায়, জব্দকৃত এসব সাপের বিষ বিদেশ থেকে অবৈধভাবে আমদানি করা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।
সিএমপি ডিবির উপ-পুলিশ কমিশনার মো. আলী হোসেনকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডবলমুরিং থানার ডিটি রোড় সংলগ্ন এলাকা থেকে সাপের বিষসহ তিন জনকে আটক করা হয়েছে। এসব বিষ তারা অবৈধভাবে বিদেশ থেকে আমদানি করেছে। এ ছাড়াও আটককৃতরা ঝাড়ফুক/তন্ত্র-মন্ত্র করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন বলে অভিযোগ রয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel