মজার সব লাইফস্টাইল কন্টেন্ট নিয়ে ইউটিউব চ্যানেল খুলেছেন আন্তর্জাতিক ফুটবল তারকা রোনালদো। সর্বকালের দ্রুততম বিলিয়ন সাবস্ক্রাইবার অর্জনের পথে তা এখন। তারকাদের লাইফস্টাইল নিয়ে ভক্তদের আগ্রহের সীমা থাকে না৷ আর আন্তর্জাতিক ফুটবল দুনিয়ার মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বেলায় তো কথাই নেই। বিশ্বজুড়ে তরুণ ফ্যান ফলোইংয়ে অপ্রতিদ্বন্দ্বী এই পর্তুগীজ ফুটবলার।
লাইফস্টাইল কন্টেন্ট নিয়ে যখন বহুল প্রতীক্ষিত ইউটিউব চ্যানেল খুললেন তিনি, ইন্টারনেট যেন সত্যিকার অর্থে ভেঙে পড়ল। দ্রুততম সময়ে এক মিলিয়নের পর ৫০ মিলিয়ন হয়ে গেছে প্রায় তাঁর সাবস্ক্রাইবার। আর বলাই বাহুল্য এর সিংহভাগই কিশোর-তরুণ।
সুদর্শন আর রমণীমোহন এই ফুটবলারের নারী ভক্তরাও হুমড়ি খেয়ে পড়ে লাইক কমেন্ট দিচ্ছেন যেকোনো কন্টেন্ট এখানে আপলোড হওয়ার পরে কয়েক মুহূর্তের মাঝেই। সামাজিক মাধ্যম নিয়ে যারা গবেষণা করেন, তাঁদের ফোরকাস্ট বলছে, সর্বকালের দ্রুততম এক বিলিয়ন সাবস্ক্রাইবার অর্জনের একদম কাছাকাছি আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর এই ইউটিউব চ্যানেল৷
এর নামটি বেশ কৌতুহল উদ্দীপক। ইউ আর-ক্রিশ্চিয়ানো। রোনালদোর বয়ানে, সবাই যেন তাঁর চ্যানেলটি নিজের মনে করে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে এতে, এজন্যই এমন নামকরণ। পার্টনার জর্জিনার সঙ্গে মিলে মজার সব কন্টেন্ট করছেন রোনালদো নিজের ব্যস্ত শিডিউল সময় বের করে এই চ্যানেলের জন্য।
বোঝা যাচ্ছে, তিনিও বেশ মজা পাচ্ছেন এতে। গত বিশ বছরে রোনালদোর আউটফিটের রেটিং করছেন জর্জিনা। আবার মাদাম তুস্যো জাদুঘরে নিজের মোমের মূর্তি দেখে কেমন লেগেছিল সে নিয়েও ভিডিও দিয়েছেন রোনালদো। ইউটিউবের গোল্ডেন বাটন নিজের আদরের ‘গোল্ডেন কিডস’কেই উৎসর্গ করেছেন তিনি।
আবার পরিবার নিয়ে আরবের লোহিত সাগরে ভ্রমণের চোখ জুড়ানো ভিডিওটিও লাইক কমেন্টে ভেসে যাচ্ছে। এদিকে এই এই চ্যানেলে রোনালদোর প্রথম অতিথি হয়ে এসেছেন তাঁর পার্টনার জর্জিনা। সেখানে তাঁরা দুজনেই বলেন, খেলোয়াড় বা তারকা রোনালদোর বাইরে এক মানুষ রোনালদোকে চিনতে পারবে সবাই এই চ্যানেলের মাধ্যমে। আর নিজেদের সম্পর্ক নিয়ে নানা কানাঘুষার সঠিক জবাবও মিলবে এখান থেকে, বললেন এই জনপ্রিয় জুটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।