স্পোর্টস ডেস্ক: ফাইনালে ওঠার লড়াইয়ে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার মুখোমুখি লাতিন আমেরিকার জায়ান্ট আর্জেন্টিনা। লুসাইল আইকনিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টায়। প্রিয় দলের খেলাটি টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা।
রাশিয়া বিশ্বকাপের গ্রুপপর্বে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। এবার সুযোগ মেসিদের সামনে সে হিসাব চুকানোর। বিশ্বমঞ্চের মহাকাব্যিক ফাইনালে জায়গা করতে চাইলে এই সমীকরণ মেলানো ছাড়া অন্য পথও যে খোলা নেই।
হাইভোল্টেজ ম্যাচটি অনেকেই দেখবেন স্টেডিয়ামে বসে। গ্যালারিতে বসে যাদের খেলা দেখার সুযোগ নেই, তাদের কেউ বেছে নেন টেলিভিশন আবার কারও সুযোগ হয় অনলাইনে খেলা দেখার।
বিশ্বকাপ উন্মাদনায় বুঁদ হয়ে আছে গোটা বিশ্ব। হাজার মাইল দূরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তেও ছড়িয়েছে বিশ্বকাপের উত্তাপ। দেশের ফুটবলপাগলদের কথা মাথায় রেখে বিশ্বকাপ ম্যাচ সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেয় দেশের তিনটি টেলিভিশন চ্যানেল। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জি টিভি) এবং দেশের একমাত্র খেলাধুলাবিষয়ক চ্যানেল টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি।
এছাড়া অনলাইনেও দেখা যাবে ম্যাচটি। এ জন্য প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে বাংলাদেশভিত্তিক অ্যাপ টফি। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনে উপভোগ করা যাবে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া মহারণ।
আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৫ ম্যাচে। যেখানে দুদলের জয়ই দুটি করে। একটি ম্যাচ ড্র হয়েছে। রাশিয়া বিশ্বকাপে নিজেদের সবশেষ দেখায় ৩-০ গোলে জিতেছিল ইউরোপের দেশটি। পাঁচবারের দেখায় দুদলের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছে ক্রোয়াটরা। তাদের ৬ গোলের বিপরীতে আলবিসেলেস্তেদের গোল ৫টি।
মরক্কান ফুটবল ভক্তদের দোহায় নিতে ৩০টি বিশেষ ফ্লাইট, টিকিটে মূল্য ছাড়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।