স্পোর্টস ডেস্ক : সাকিব ও তামিমের বন্ধুত্বের কথা প্রায় সবারই জানা। বাংলাদেশ ক্রিকেটে জড়িয়ে আছে দুই বন্ধুর কত স্মৃতি, কত ঘটনা! তবে একটা জায়গায় দু’জনের মাঝে বিস্তর পার্থক্য, ফুটবলে দুই বন্ধুর পছন্দ ভিন্ন দুই দল। সাকিব আর্জেন্টিনার ভক্ত, তামিমের প্রিয় দল ব্রাজিল।
বিশ্বকাপ ফুটবল; সমগ্র বিশ্বের জন্যই যেন এক মহোৎসব। বিশ্বকাপ ঝড়ে এখন কাঁপছে বিশ্ব, বেজে উঠেছে দামামা, শুরু হয়েছে উন্মাদনা। যার রেশ পড়েছে বাংলাদেশ ক্রিকেটেও। ক্রিকেটাররা একসাথে থেকেও যেন করছে লড়াই, যেভাবেই হোক প্রিয় দলের হাতে শিরোপা চাই। দেশের অধিকাংশ মানুষের মতো ক্রিকেটাররাও ভাগ হয়ে গেছেন দুটো গ্রুপে। ব্রাজিল-আর্জেন্টিনার পক্ষে-বিপক্ষে।
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল যেমন রাত জেগে হলেও ব্রাজিলের খেলা দেখেন, তেমনি টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান মেসিকে সাথে করে চাঁদে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন। এমনকি বিশ্বকাপে প্রিয় দলকে মাঠে বসে সমর্থন দেয়ার প্রস্তুতিও দু’জনেই নিয়ে রেখেছেন। দু’জনের সাথেই ফুটবলের মেলবন্ধন আছে, দু’জনের রক্তেই ফুটবল মিশে আছে। দু’জনের বাবাই ফুটবল খেলেছেন, ফুটবলের উন্নতিতে কাজ করেছেন।
তবে সাকিব, তামিম ছাড়া জাতীয় দলের বাকি ক্রিকেটাররাও মজেছেন ফুটবলে। বাংলাদেশ ক্রিকেটের সময়ের আলোচিত নাম লিটন দাস আর্জেন্টিনা সমর্থক, লিওনেল মেসি তার প্রিয় ফুটবলার। আরেক জাতীয় তারকা তাসকিন আহমেদ অবশ্য ভালোবাসা খুঁজে পান পেলের দেশে, হলুদ-সবুজে।
দুই ভায়রা-ভাই মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও আকাশী-নীলের সমর্থক, আর্জেন্টিনাকে ধারণ করেন বুকে। সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকও আর্জেন্টিনা সমর্থক, ম্যারাডোনাকে ভালোবেসেই আর্জেন্টিনাকে বেছে নিয়েছেন সমর্থন দিতে।
রুবেল হোসেনের চাওয়া শিরোপা নিয়ে দেশে ফিরুক ব্রাজিল। রুবেলের ব্রাজিল ফুটবলের হেক্সা জয় চান মোসাদ্দেক হোসেন সৈকতও। ফুটবলে ব্রাজিলকেই সমর্থন দেন এই দু’জন। তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পছন্দের দলও ব্রাজিল। তবে ‘দ্য ফিনিশার’ খ্যাত নাসির হোসেনের প্রিয় দল আর্জেন্টিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।