Advertisement
স্বাস্থ্য ডেস্ক : বিশ্বে ক্যান্সার এখন দ্বিতীয় মরণব্যাধি। বাংলাদেশসহ উন্নয়নশীল বিশ্বে এই রোগের ক্রমবর্ধমান সংখ্যা আশংকাজনক। বাংলাদেশে অনেকেই এই রোগে আক্রান্ত। যাদের অধিকাংশই চিকিৎসা সেবার বাইরে।
আজ শুক্রবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর আর্মি গলফ ক্লাবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান বক্তারা।
তারা বলেন বাংলাদেশ ক্যান্সার চিকিৎসার আধুনিকায়নে দক্ষ বিশেষজ্ঞ তৈরী ও পরিকল্পনা প্রণয়নে উন্নত বিশ্বের বিশেষজ্ঞের সাথে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। দুইদিনের এই সম্মেলনে দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা বক্তব্য রাখবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।