জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রীর নির্দেশে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সুমাইয়া সিনহা স্বর্ণা নামে এক ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পেলো বিদ্যালয়ের ইউনিফর্মসহ আর্থিক সহযোগীতা। মঙ্গলবার ইউনিফর্ম পরে বিদ্যালয়ে না আসায় বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয় ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী সুমাইয়া সিনহা স্বর্ণাকে।
এই ঘটনাটি ওই দিন (মঙ্গলবার) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে কয়েক ঘণ্টার মধ্যে মঙ্গলবার রাত ১০ টায় ইউনিফর্ম ও চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা নিয়ে মেয়েটির বাড়ীতে আসেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সুমাইয়া সিনহা স্বর্ণা ফুলবাড়ী পৌর শহরের রামচন্দ্রপুর গ্রামের সুপারি ব্যবসায়ী মো. শাহিনুর ইসলামের মেয়ে ও ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী।
এসময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রবিউল ইসলাম, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) আসাদুজ্জামান, সহকারী কমিশনার ভূমি শামিমা আক্তার জাহান, ফুলবাড়ী থানার ওসি আাশ্রফুল ইসলাম প্রমুখ। জেলা প্রশাসক সুমাইয়া সিনহা স্বর্ণার বাড়িতে গিয়ে তার স্কুলে পরার জন্য ইউনিফর্ম ও তাৎক্ষণিকভাবে থ্যালাসেমিয়ার চিকিৎসার জন্য নগদ আর্থিক সহযোগিতা করেন।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি বলেন, মঙ্গলবার সকালে ইউনিফর্ম না থাকার কারণে শিশু শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বের করে দেয়ার ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হয়। এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত শিশু সুমাইয়া সিনহা স্বর্ণাকে নতুন ইউনিফর্ম ও আর্থিক সাহায্য দেয়া হয়। একই সঙ্গে তার চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই এক দিনের মধ্যে সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।