আন্তর্জাতিক ডেস্ক : এবার ভারতে পুরনো ১০ টাকার নোট বিক্রি করে ২৫ হাজার টাকা পাওয়ার কথা জানিয়েছে কয়েনবাজার ডটকম। এজন্য কিছু শর্ত মানতে হবে।
সংবাদমাধ্যম জানিয়েছে, পুরনো সেই ১০ টাকার নোটের এক পিঠে অবশ্যই থাকতে হবে অশোকস্তম্ভ এবং অন্য পিঠে নৌকার ছবি। নোটে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সিডি দেশমুখের স্বাক্ষর থাকতে হবে। ’১০ রুপিজ’ এই কথাটা ইংরাজি হরফে লেখা থাকতে হবে নোটের পেছনের পিঠের দুই প্রান্তে।
প্রথমে কয়েনবাজার ডটকম-এ লগ অন করতে হবে। তার পর ওই ওয়েবসাইটের হোমপেজে ‘ক্লিক অন রেজিস্ট্রেশন’-এ ক্লিক করে বিক্রেতা হিসেবে নিজের নাম রেজিস্টার করতে হবে।
তার পর বিক্রির জন্য ১০ টাকার নোটের ঠিক মতো ছবি তুলে সেই ছবি ওয়েবসাইটে আপলোড করতে হবে। কয়েনবাজার সেই নোটের বিজ্ঞাপন দেবে। সেই বিজ্ঞাপন দেখে ক্রেতারা তার পর নোট বিক্রেতার সঙ্গে যোগাযোগ করে নেবেন।
কিছুদিন আগে পুরনো ২ টাকার কয়েন বিক্রি করে পাঁচ লাখ টাকা পাওয়া যাবে বলে জানিয়েছিল কয়েনবাজার ডটকম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।