স্পোর্টস ডেস্ক : শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল পর্তুগাল। সেই ম্যাচে শুরুর একাদশে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল ক্যাম্পের পরিবেশ উত্তপ্ত বলে দাবি করেছে বেশ কিছু সংবাদ মাধ্যম। দলটির কোচ ফার্নান্দো সান্তোস ব্যক্তিগত কারণে সিআরসেভেন’কে বেঞ্চে বসিয়েছেন বলে অভিযোগ আনা হয়।
খবর ছড়ায় যে, ওই কারণে রোনালদো জাতীয় দলের কোচকে জাতীয় দলের বিশ্বকাপ ক্যাম্প ছাড়ার হুমকি দিয়েছেন।
তবে খবরটি সত্য নয় জানিয়ে পর্তুগাল ফুটবল ফেডারেশন এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে, ‘বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, রোনালদো জাতীয় দলের কোচ ফার্নান্দো সান্তোসকে ক্যাম্প ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছেন। বিষয়টি সত্য নয়। ফেডারেশন পরিষ্কার জানাচ্ছে যে, কাতারের ক্যাম্প ছাড়ার মতো কিছুই রোনালদো করেননি।’
২০০৬ বিশ্বকাপে রোনালদো দলে ছিলেন। তরুণ ওই রোনালদোকে বেঞ্চে বসতে দেখা গিয়েছিল। এরপর ২০০৮ সালের ইউরোর আসরেও পর্তুগিজ যুবরাজ বেঞ্চে বসেছিলেন। ফিট থাকার পরও ওই আসরের পর তিনি কোনো টুর্নামেন্টে বেঞ্চে বসেননি।
এবার তাকে শুরুর একাদশে রাখা হয়নি। তার জায়গায় পর্তুগালের শুরুর একাদশে থাকা ২১ বছর বয়সী ফরোয়ার্ড গঞ্জালো রামোস বিশ্বকাপে অভিষেকেই হ্যাটট্রিক করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।