নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ কোনাবাড়ী–কাশিমপুর আঞ্চলিক সড়কটি এখন এলাকাবাসীর কাছে আতঙ্কের আরেক নাম। দীর্ঘ প্রায় দুই দশক ধরে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার না হওয়ায় এটি কার্যত একটি ঝুঁকিপূর্ণ রাস্তায় পরিণত হয়েছে। প্রতিদিন এই পথে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন কোনাবাড়ী ও কাশিমপুর থানার হাজারো মানুষ।

রোববার (১১ জানুয়ারি) রাতে কোনাবাড়ীর যমুনা গার্মেন্টসের সামনে সড়কের খানাখন্দে পড়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যায়। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
এই সড়কটি কোনাবাড়ী থেকে সরাসরি মিরপুর, আশুলিয়া ও সাভারগামী যান চলাচলের অন্যতম সংযোগ পথ। অথচ কোনাবাড়ী অংশ থেকে প্রায় সাত কিলোমিটার এলাকাজুড়ে সড়কজুড়ে ছড়িয়ে রয়েছে বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশ। শিল্প অধ্যুষিত এই এলাকায় প্রতিদিন শত শত পোশাক শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ ঝুঁকি নিয়েই চলাচল করছেন।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সড়কের বেহাল দশার কারণে তাদের ব্যবসায় মারাত্মক প্রভাব পড়ছে। মিজান নামে এক হোটেল মালিক জানান, “রাস্তা এত খারাপ যে ক্রেতাই আসে না। এভাবে চলতে থাকলে সংসার চালানো কঠিন হয়ে যাবে।”
শিক্ষার্থীরাও এই ভোগান্তির বাইরে নয়। শাকিলা নামে এক স্কুলছাত্রী জানায়, প্রতিদিন স্কুলে যেতে গিয়ে ভীষণ কষ্ট হয়। দ্রুত সড়কটি মেরামতের জন্য সে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে।
কোনাবাড়ী থানায় সেবা নিতে আসা ফারুক নামে এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি দপ্তরের সামনেই যদি রাস্তার এমন অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ কোথায়?” তিনি আরও বলেন, এক বছরে মাত্র এক কিলোমিটার রাস্তার কাজও শেষ করতে না পারা দুঃখজনক।
উল্লেখ্য, গত বছরের ১৮ ডিসেম্বর কোনাবাড়ী থেকে যমুনা গার্মেন্টস পর্যন্ত এক কিলোমিটার সড়ক সংস্কারকাজের উদ্বোধন করা হয়। কাজটির দায়িত্ব পায় ‘এন এস এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে দীর্ঘ সময় পার হলেও কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় এলাকাবাসীর হতাশা বাড়ছে।
এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল–৭ এর উপ-সহকারী প্রকৌশলী মো. তারেক হাসান জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং দ্রুত ওই এক কিলোমিটার সড়কের কাজ শেষ করা হবে। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাময়িকভাবে ভেকু দিয়ে রাস্তা সমান করে যান চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কের স্থায়ী সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


