
জুমবাংলা ডেস্ক : খাবারের খোঁজে আবাসস্থল ছেড়ে লোকালয়ে নেমে এসেছে ৮ ফুট দৈর্ঘ্য ও প্রায় ৯ কেজি ওজনের একটি অজগর সাপ।
শুক্রবার চট্টগ্রাম জেলার হাটহাজারীর আমান বাজার বায়তুল আমান জামে মসজিদের সামনের নালা থেকে বেরিয়ে সাপটি রাস্তা পারাপারের সময় স্থানীয় লোকজনের চোখে পড়ে।
ওই সময় অজগরটিকে মেরে ফেলার জন্য গণপিটুনি দিতে উদ্যত হয় স্থানীয় তরুণরা। তবে বাজারের দুই ব্যবসায়ী মো. ওসমান ও আবদুল মোতালেব অজগর সাপটিকে উদ্ধার করে ফয়’স লেকের চট্টগ্রাম চিড়িয়াখানায় নিয়ে আসেন বলে জানান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
তিনি জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের পাহাড়ি এলাকা থেকে অজগর, হরিণসহ যে কোনো বন্যপ্রাণী লোকালয়ে নেমে এলে নির্বিচারে হ’ত্যা না করে প্রশাসনকে জানানোর জন্য ইউপি চেয়ারম্যান, সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে রেখেছি। নির্বিচারে বন্যপ্রাণী নিধনের বন্ধে সচেতনতা সৃষ্টি করছি আমরা।
চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানায়, শুক্রবার বিকাল চারটায় হাটহাজারীর আমানবাজার থেকে মো. ওসমান একটি অজগর উদ্ধার করে চিড়িয়াখানায় হস্তান্তর করেছেন। অজগরটি সুস্থ আছে এবং খাঁচায় ছেড়ে দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


