জুমবাংলা ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় খালে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার তারাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শশা লক্ষ্মীপুর জয় বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- সিদ্দিক (৫) ও সজীব (৮)। তারা তারাটি ইউনিয়নের আল্লাল কামারের দুই ছেলে।
নিহতদের মামাতো ভাই মাসুদ রানা জানান, শনিবার দুপুরে দুই ভাই একসঙ্গে গোসল করতে পাশের খালপাড়ে যায়। অনেক সময় গড়িয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন দিনভর খোঁজাখুঁজি করে।
তবে রাত পর্যন্ত তাদের খোঁজ মেলেনি। স্থানীয় একজন খালের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের জামা-প্যান্ট দেখতে পেয়ে পরিবারের লোকজনকে জানান।
পরে পানিতে নেমে রাত ৮টার দিকে একসঙ্গে জড়াজড়ি অবস্থায় দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়।
নিহতদের চাচা কালু জানান, আমাদের বাড়ির পাশেই ওদের দুই ভাইকে দুপুরে খেলা করতে দেখেছি। শুনেছি ওরা গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের খাল থেকে এলাকার লোকজন তাদের লাশ উদ্ধার করে।
মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান জানান, আমি শিশু দুটির মৃত্যুর খবরটি শুনেছি, তারাটি ইউনিয়নের লক্ষ্মীপুর জয়বাজার এলাকায় গোসল করতে গিয়ে তারা পানিতে ডুবে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।