জুমবাংলা ডেস্ক : খুলনায নগরীর খালিশপুর বিআইডিসি রোড সংলগ্ন আলমনগর মোড় এলাকায় তেলবাহী ট্রেনের তিনটি ট্যাঙ্ক ওয়াগন লাইনচ্যুত হয়েছে।
মঙ্গলবার (০২ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। খুলনা রেলওয়ে ম্যানেজার মো. মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় ওয়াগনের চাকাসহ বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল লাইনটি শুধুমাত্র তেলবাহী ট্রেন চলাচলের জন্য হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৫টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়। শব্দ শোনে রেললাইনের কাছে যেয়ে দেখা যায় ট্রেনের তিনটি বগি পড়ে রয়েছে। পরে পুলিশ ও রেলওয়ের কর্মকর্তা ও নিরাপত্তকর্মীরা আসেন। তবে কোনো হতাহত হয়নি। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এখানকার বসবাসকারীরা।
রেল ওয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কি ম্যান আনিসুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকাল ৫টার দিকে খুলনা জংশন থেকে তেল লোড করার জন্য পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোর দিকে একটি তেলবাহী একটি ট্রেন যাচ্ছিল। পথিমধ্যে কদমতলা এলাকায় আসলে লাইনে সমস্যা দেখা দেয়। কিছুদূর যেতেই আলমনগর এলাকায় তিনটি ট্যাঙ্ক ওয়াগন লাইনচ্যুত হয়। এতে বিটিও ৪০০১২, ৪০০৪৬ ও ৪০০৮৪ তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়। ফলে চাকা ভেঙে যায় ও বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হয়।
রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী মেকানিক্যাল ট্রেন এক্সামিনার শামীম আহমেদ বলেন, আলমনগর এলাকায় ট্যাঙ্ক ওয়াগন তিনটি লাইনচ্যুত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ট্রেনের চাকা, ব্রেকিং আইটেম, গাড়ির সোলভাসহ আন্ডার গিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াগন উদ্ধারে রিলিফ ট্রেন আসছে। রিলিফ ট্রেন এসে ওয়াগানগুলো উদ্ধার করবে। এই ঘটনায় কোনো হতাহত হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।